কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা বলেছেন, ‘যে আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ তাকে সাহায্য করবে’। আমরা আল্লাহর কী সাহায্য করতে পারি (নাঊযুবিল্লাহ) এটার ব্যাখ্যা কী?

উত্তর: আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদসমূহ সুদৃঢ় করবেন’ (মুহাম্মাদ, ৪৭/৭)। এখানে আল্লাহকে সাহায্য করার অর্থ হলো তার দ্বীনকে সাহায্য করা (আল-বাহরুল মুহীত, ৯/৪৬৩; ফাতহুল কাদীর, ৫/৩৮) এবং অন্যান্য সামাজিক কাজগুলো করা। যেমন- অসহায় মানুষের সহযোগিতা করা, ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়া, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, অভাবী মানুষকে ঋণ প্রদান করা ইত্যাদি। এ ধরনের সামজিক কাজগুলোকেই আল্লাহকে সাহায্য করার নামান্তর বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদেরকে দেওয়া হবে বহু গুণ বেশি’ (আল-হাদীদ, ৫৭/১৮)। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বলবেন, হে আদম সন্তান! আমি অসুস্থ হয়েছিলাম; কিন্তু তুমি আমার সেবা-শুশ্রূষা করনি। সে বলবে, হে পরওয়ারদিগার! আমি কী করে তোমার সেবা-শুশ্রূষা করব, অথচ তুমি সারা জাহানের প্রতিপালক। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল আর তুমি তার সেবা করনি, তুমি কি জানতে না যে, তুমি তার সেবা-শুশ্রূষা করলে আমাকে তার কাছেই পেতে। হে আদম সন্তান! আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম; কিন্তু তুমি আমাকে খেতে দাওনি। সে (বান্দা) বলবে, হে আমার পরওয়ারদিগার! আমি কী করে তোমাকে আহার করাতে পারি? তুমি তো সারা জাহানের প্রতিপালক। তিনি বলবেন, তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা তোমার কাছে আহার চেয়েছিল? তুমি তাকে খেতে দাওনি। তুমি কি জানতে না যে, যদি তুমি তাকে আহার করাতে তাহলে তা অবশ্যই আমার কাছে পেতে (ছহীহ মুসলিম, হা/২৫৬৯)। সূরা হজ্জে আল্লাহ একইভাবে বলেছেন। তিনি বলেন, ‘আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন, যে তাকে (তাঁর দ্বীনকে) সাহায্য করে’ (আল-হাজ্জ, ২২/৪০)। আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নেই। তিনি বলেন, ‘আল্লাহ অমুখাপেক্ষী’ (আল-ইখলাছ, ১১২/২)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

ঢাকা।


Magazine