উত্তর : যদি কোনো ব্যক্তির নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, দৈহিক সক্ষমতা থাকে এবং আর্থিকভাবে কা‘বা ঘরে যাওয়া ও আসার সমপরিমাণ সম্পদ থাকে এবং এ সময়ে পরিবার পরিজনের থাকা খাওয়ার ব্যবস্থা থাকে, তাহলে তার ওপর হজ্জ ফরয (আলে ইমরান, ৩/৯৭)। অনেকের উপর হজ্জ ফরয হওয়া সত্ত্বেও বিভিন্ন অজুহাতে অলসতা করেন। অথচ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি হজ্জের সংকল্প করে, সে যেন দ্রুত সেটা সম্পাদন করে’ (আবুদাঊদ, হা/১৭৩২, মিশকাত, হা/২৫২৩)।
প্রশ্নকারী : দুলাল হোসেন
কুমিল্লা