কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : আমার ছোট ভাই জাহাজে চাকুরি করে। একাধারে ১০-১২ মাস জাহাজে চাকুরি করে। বন্দরে ২-৩ দিন এবং বন্দর থেকে একটু দূরে ৪-৫ দিন নোঙর করে থাকে। তারা কি মুসাফির, না-কি মুক্বীম? তাদের ছালাতের বিধান কী?

উত্তরশরীআতের বিধান হলো- সফররত অবস্থায় মুসাফির ব্যক্তি ছালাত কছর করবে (আন-নিসা, ৪/১০১)। কছরের জন্য নির্ধারিত দূরত্বের পরিমাণ নেই। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কছরের প্রমাণে হাদীছগুলো লক্ষ্য করলে কোনটার পরিমাণ হয় ৩ মাইল, কোনটার পরিমাণ হয় ৯ মাইল আবার কোনটার পরিমাণ হয় ৪৮ মাইল। কাজেই দূরত্ব হিসাব নয়। বরং মানুষ যখন তার প্রয়োজনীয় যাত্রাকে সফর মনে করবে তখন সে বাড়ী থেকে বের হওয়ার পর থেকে যেখানেই ছালাতের সময় হবে সেখানেই কছর করবে। এর জন্য কোনো নিম্ন সীমা কি উচ্চ সীমা নেই। নাফে‘ ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন, ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা বলেন, এক যুদ্ধে তুষারের কারণে আজারবাইজানে ছয় মাস যাবৎ আটকা পড়ে থাকলাম। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা বলেন, তখন আমরা দুই রাকআত করে ছালাত আদায় করতাম (সুনানুল কুবরা বায়হাক্বী, হা/৫৬৮৫; মা‘রেফাতুস-সুনান ওয়াল আছার, হা/১৬৬১)। আনাস রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সাহাবীগণ রামাহুরমুয নামক স্থানে নয় মাস যাবৎ সময় ধরে কছর করেছেন (সুনানুল কুবরা বায়হাক্বী, হা/৫৬৮৯)। তাই আপনার ভাই এমন পরিস্থিতিতে উভয় অবস্থায় কছর ছালাত আদায় করবে।


প্রশ্নকারী : মো: সেলিম রেজা, বাগদাদ, ইরাক্ব।

Magazine