কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : পশ্চিবঙ্গের কুচবিহারে ব্যাপকভাবে তামাক চাষ হয়ে থাকে এবং এর উপর কেনাবেচা হয়, ব্যাবসা বাণিজ্য রমরমা চলে। এই জেলার অগণিত মানুষ অর্থনৈতিকভাবে এর উপর নির্ভশীল। ইসলামের দৃষ্টিভঙ্গিতে এর চাষাবাদ, ব্যবসা করা কি জায়েয?

উত্তর: তামাকের চাষ করা যাবে না। তামাক এক প্রকার নেশাজাতীয় বস্তু। তামাকে দিয়ে সিগারেট, বিড়ি, হুক্কা, ও অন্যান্য ধূমপানের মাধ্যম তৈরি করা হয়। এছাড়াও তামাক নানাভাবে ব্যবহৃত হয়। যেমন, চিবিয়ে জর্দা বা পানের সাথে খাওয়া হয়। সুতরাং তামাকের কেনা-বেচা ও ব্যবসা-বাণিজ্য করা হারাম। কেননা প্রত্যেক নেশাদার বস্তু হারাম এবং তার কেনাবেচা করাও হারাম। ইবনে উমার রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশা উদ্রেককারী প্রত্যেক জিনিস মদ আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই হারাম (ছহীহ বুখারী, হা/৪৩৪৩)। আবদুল্লাহ ইবনু উমর রা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করেছে অতঃপর তা-থেকে তওবা করে নি, সে আখিরাতে তা থেকে বঞ্চিত থাকবে (ছহীহ মুসলিম, হা/২০০৩, আবু দাউদ, হা/৩৬৭৬, নাসাঈ, হা/৫৬৭৩)।

প্রশ্নকারী : তাহাজুল হোসেন

পশ্চিমবঙ্গ, ভারত।


Magazine