কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): ইমাম যদি ভুলে চার রাকআত বিশিষ্ট ছালাতে পঞ্চম রাকআতের জন্য উঠে দাঁড়ান কিংবা দুই রাকআত বিশিষ্ট ছালাতে তৃতীয় রাকআতের জন্য কিংবা তিন রাকআত বিশিষ্ট ছালাতে চতুর্থ রাকআতের জন্য দাঁড়িয়ে যান আর পিছনে তাসবীহ বলার পরেও তিনি না ফিরেন, এমতাবস্থায় সেই মুক্তাদী কী করবে? মুক্তাদী বসে থাকবে নাকি দাঁড়িয়ে অতিরিক্ত রাকআত পড়বে?

উত্তর: তাসবীহ বলার পরেও যদি ইমাম ফিরে না আসে, তাহলে মুক্তাদীও তার সাথে দাঁড়িয়ে যাবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমাম নিযুক্ত করা হয়েছে তার অনুসরণের জন্য। অতএব যখন সে তাকবীর দিবে তখন তোমরা তাকবীর দিবে, যখন সে রুকূ করবে তখন তোমরাও রুকূ করবে আর যখন সে সিজদা করবে তখন তোমরাও সিজদা করবে’ (ছহীহ বুখারী, হা/৩৭৮; ছহীহ মুসলিম, হা/৪১১)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তারা তোমাদের ইমামতি করে। যদি তারা সঠিকভাবে আদায় করে তাহলে তার ছওয়াব তোমরা পাবে। যদি তারা ভুল করে, তাহলে তোমাদের জন্য ছওয়াব আছে আর ভুলত্রুটির দায়িত্ব তাদের (ইমামের) ওপরই বর্তাবে’ (ছহীহ বুখারী, হা/৬৯৪)।

প্রশ্নকারী : মুহাম্মাদ বিল্লাল

দক্ষিণ মৈশুন্ডী, ওয়ারী, ঢাকা।


Magazine