কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : হানাফী ইমাম ক্বিরাআতে ভুল করে ভুল ত্বরীকায় সাহু সিজদা দেয়। তখন আমার করণীয় কী? আমি কি তাদের সাথে ভুল কাজ করব নাসালাম ফিরিয়ে ছালাত শেষ করব?

উত্তর : ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ‘ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণ করার জন্য’ (ছহীহ বুখারী, হা/৭৩৪; মিশকাত, হা/৮৫৭)। সুতরাং, ইমামের পূর্বে কোনো কাজ করা বৈধ নয়। আবূ মূসা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এখন ভারী হয়ে গেছি। অতএব, আমি যখন রুকূ করি, তোমরাও তখন রুকূ করো এবং আমি যখন মাথা উঠাই, তোমরাও তখন মাথা উঠাও। আমি যখন সিজদা করি, তোমরাও তখন সিজদা করো। আমি যেন কোনো ব্যক্তিকে আমার আগে রুকূ ও সিজদায় যেতে না দেখি (ইবনু মাজাহ, হা/৯৫২)। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের কেউ যখন ইমামের পূর্বে মাথা উঠিয়ে ফেলে, তখন সে কি ভয় করে না যে, আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথায় পরিণত করে দিবেন, তার আকৃতি গাধার আকৃতি করে দেবেন (ছহীহ বুখারী, হা/৬৫০)। উল্লেখিত হাদীছসমূহ থেকে একথা স্পষ্ট হয় যে, ইমামের পূর্বে কোনো কাজ করলে ইমামের অনুসরণ করা হয় না। সুতরাং, এমন পরিস্থিতিতে ইমামের সাথে সাহু সিজদা দিয়ে তার সাথেই সালাম ফিরিয়ে ছালাত শেষ করবে। উল্লেখ্য, ছালাতে ইমামের ত্রুটি হলে তা ইমামের উপর বর্তাবে মুক্তাদীর উপর নয় (ছহীহ বুখারী, হা/৬৯৪; মিশকাত, হা/১১৩৩)।

প্রশ্নকারী : রবিউল হাছান রিপন

মাসকাট, ওমান।


Magazine