উত্তর :কোনো ব্যক্তি পাপ হতে খালেছ অন্তরে তওবা করে যদি সেই পাপ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। মহান আল্লাহ বলেন, ‘বলুন! হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর যুলম করেছ; তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’ (আয-যুমার, ৩৯/৫৩)। প্রশ্নে উল্লেখিত পরিস্থিতিতে তওবা করার পূর্বে যে সকল ভিডিও নিজের সাধ্যের মধ্যে রয়েছে তা ডিলেট করতে হবে। আর যা ডিলেট করা সম্ভব নয় তার জন্য সে ব্যক্তি দায়ী হবে না। কেননা সাধ্যের বাহিরে আল্লাহ বান্দার উপর কোনো কিছু চাপিয়ে দেন না। মহান আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো’ (আত-তাগাবুন, ৬৪/১৬)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ
তাড়াশ, সিরাজগঞ্জ।