কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : অনিয়মিত ছালাত আদায়কারীর জানাযা কি একজন আলেম পড়াতে পারে?

উত্তর : যে ব্যক্তি ঈমান রাখে অথচ অলসতা ও ব্যস্ততার অজুহাতে ছালাত, ছিয়াম, হজ্জ, যাকাত তরক করে কিংবা উদাসীনভাবে ছালাত আদায় করে ও তার প্রকৃত হেফাযত করে না, এমন ব্যক্তির জানাযা দেওয়া যায়। তবে তার জানাযা কোনো নেতৃস্থানীয় ব্যক্তি ও পরহেযগার আলেমগণ পড়াবেন না। বরং সাধারণ লোকেরা পড়বেন (বুলূগুল মারাম, হা/৫৪২-এর ব্যাখ্যা দ্রষ্টব্য)।

প্রশ্নকারী : আকবর হুসাইন

যশোর।


Magazine