কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১): কুরআন ও ছহীহ হাদীছে কয়টি আসমান ও কয়টি জমিনের কথা বলা হয়েছে? বিস্তারিত জানাবেন।

উত্তর: কুরআন ও হাদীছে সাত আসমান ও সাত জমিনের কথা বলা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ তো তিনি, যিনি সাত আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন, এগুলোর মাঝে তাঁর নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পার যে, আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান তো সবকিছুকে বেষ্টন করে আছে’ (আত-তালাক, ৬৫/১২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এক বিঘত জমি অন্যায়ভাবে নিয়ে নেয়, (কিয়ামতের দিন) এর সাত স্তর জমিন তার গলায় লটকিয়ে দেয়া হবে’ (ছহীহ বুখারী, হা/২৪৫৩; ছহীহ মুসলিম, হা/১৬১২)।

 প্রশ্নকারী : মো. মিনহাজ পারভেজ

হড়গ্ৰাম, রাজশাহী।

 

Magazine