উত্তর: অভাবী, দুঃস্থ, অস্বচ্ছল মানুষকে সাহায্য করা নিঃসন্দেহে অনেক ভালো কাজ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছেন। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘...আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোন পথ বা পন্থায় অনুপ্রবেশ করার সন্ধান করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতে প্রবেশ করার পথ সহজ করে দেন... (ছহীহ মুসলিম, হা/২৬৯৯; আবূ দাউদ, হা/২২৫)। তাই সেই লক্ষ্যে জমাকৃত অর্থ সূদ ও হারাম থেকে মুক্ত যেকোনো প্রজেক্টে কাজে লাগিয়ে বৃদ্ধি করা যেতে পারে। সূদমুক্তভাবে কাউকে গরু-ছাগল পালন করতে দেওয়া যেতে পারে কিংবা জমি কিনে রাখা যেতে পারে। অথবা গাছ লাগিয়ে রাখা কিংবা বিশ্বস্ত কোনো মানুষকে ব্যবসার কাজে দিয়ে সেখান থেকে মুদারাবা পদ্ধতিতে বৃদ্ধি করা যেতে পারে।