কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : স্ত্রী যদি স্বামীকে রাগ করে হোক বা মজাক করে হোক এক তালাক, দুইতালাক, তিন তালাক বলে, তাহলে কি তালাক হয়ে যাবে?

উত্তর : না; তালাক হবে না। তালাকের অধিকার একমাত্র স্বামীর। স্ত্রী তালাকের অধিকার রাখে না। অতএব স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক হবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إِنَّمَا الطَّلاَقُ لِمَنْ أَخَذَ بِالسَّاقِ ‘তালাক শুধু সেই দিতে পারে যে চালানোর দায়িত্ব নিয়েছে (তথা স্বামী)’ (ইবনু মাজাহ, হা/২০৮১; ইরওয়ায়ুল গালীল, হা/২০৪১)। তবে স্ত্রী যদি কোনো কারণে স্বামীর সংসার থেকে বিচ্ছিন্ন হতে চায় তাহলে, উভয় পক্ষের মাঝে সালিশী প্রক্রিয়ায় স্বামীর নিকট হতে পূর্ণ মোহরানা (সম্মতিতে কম-বেশি হতে পারে) ফেরত দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে (আল-বাক্বারা, ২/২২৯)। ছাবেত ইবনু কায়েস এর স্ত্রী রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি ছাবেত ইবনু কায়েসের দ্বীন বা চরিত্রের ক্ষেত্রে দোষারোপ করছি না। তবে আমি ইসলামে অবাধ্য হওয়াটা অপছন্দ করি। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি কি চাও যে, তার বাগান ফিরিয়ে দিতে? যা সে তোমাকে মোহর স্বরুপ দিয়েছিল। উত্তরে বলল, হ্যাঁ। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি বাগানটি গ্রহণ করে নাও এবং তাকে ছেড়ে দাও’ (ছহীহ বুখারী, হা/৫২৭৩)।

-ফজলে রাব্বী

মুহাম্মদপুর, ঢাকা।


Magazine