কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): আমাদের এলাকায় বিয়ের অনুষ্ঠান হলেই দেখা যায় বাদ্যযন্ত্র নিয়ে এসে তা বাজানো হয়। তখন বাধা দেওয়ার জন্য ২/১ ছেলে ছাড়া কেউ আসে না। তাদের আগে থেকে নিষেধ করা হলেও তারা তা মানে না। পরিস্থিতি এতটাই খারাপ যে, আমরা বাধা দিতে গেলে আমাদেরকে ধমকানোর জন্য পিতামাতা, ছেলেমেয়ে পরিবারের সবাই এগিয়ে আসে। এমতাবস্থায় আমরা কি এভাবে বারবার অনুষ্ঠানে বাধা দিতে যাব?

উত্তরইসলামে বাদ্যযন্ত্র জায়েয নয়। এমন অন্যায় দেখলে তা স্বস্থান থেকে প্রতিহত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরাই সর্বোত্তম জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে’ (আলে ইমরান, ৩/১১০)। তিনি আরও বলেন, ‘তোমাদের মধ্যে যেন এমন একটা দল থাকবে, যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে’ (আলে ইমরান, ৩/১০৪)। ইবনু উমার h আবূ আয়্যূব রযিয়াল্লাহু আনহু-কে দাওয়াত করে বাড়িতে আনলেন। তিনি এসে ঘরের দেয়ালের পর্দায় ছবি দেখতে পেলেন। এরপর ইবনু উমার h এ ব্যাপারে বললেন, মহিলারা আমাদের উপর প্রভাব বিস্তার করেছে। আবূ আয়্যূব রযিয়াল্লাহু আনহু বললেন, আমি যাদের সম্পর্কে আশঙ্কা করেছিলাম, তাতে আপনার ব্যাপারে আশঙ্কা করিনি। আল্লাহর কসম! আমি আপনার ঘরে কোনো খাদ্য খাব না। এরপর তিনি চলে গেলেন (ছহীহ বুখারী, হা/৫১৮১; নাসাঈ, হা/৫৩৫১)। সুতরাং এমতাবস্থায় সামাজিকভাবে সর্বোচ্চ শক্তি প্রয়োগে তা বন্ধ করার চেষ্টা করতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের কেউ যদি অন্যায় কাজ দেখে, তাহলে সে যেন তা হাত দ্বারা প্রতিহত করে। যদি সে ক্ষমতা না থাকে, তাহলে মুখের দ্বারা; যদি তাও সম্ভব না হয়, তাহলে অন্তর দ্বারা তা ঘৃণা করবে আর এটাই ঈমানের নিম্নতম স্তর’ (ছহীহ মুসলিম, হা/৪৯)।

প্রশ্নকারী : মো. সাইফুল ইসলাম

চিরিরবন্দর, দিনাজপুর।


Magazine