কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : পরীক্ষার কারণে উক্ত দিনে ছিয়াম না রেখে তার ক্বাযা আদায় করা যাবে কি?

উত্তর: পরীক্ষা বা এরকম কোনো স্বাভাবিক কারণে ছিয়াম ছাড়া যাবে না। কেননা ছিয়াম ফরজ বিধান যা শরীআত বর্ণিত কারণ ব্যতীত অন্য কোনো কারণে পরিহার করা যাবে না। করলে বড় গুনাহ হবে। তবে কেউ যদি না বুঝে এরূপ করে ফেলে, তাহলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং সেই ছিয়ামের স্থানে ক্বাযা ছিয়াম পালন করবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ছিয়াম অবস্থায় (অনিচ্ছায়) বমি হবে তার ছিয়াম ক্বাযা করতে হবে না। আর যে ব্যক্তি গলার ভিতর আঙ্গুল বা অন্য কিছু ঢুকিয়ে দিয়ে ইচ্ছাকৃত বমি করবে তাকে ক্বাযা আদায় করতে হবে (ছহীহ ইবনু হিব্বান, হা/৩৫১৮)।


প্রশ্নকারী : আশরাফ মোল্লা

ঢাকা।


Magazine