উত্তর: আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমআর দিন জানাবাতের গোসলের ন্যায় গোসল করে এবং ছালাতের জন্য আগমন করে সে যেন একটি উট কুরবানী করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানী করল। তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানী করল। চতুর্থ পর্যায়ে যে আগমন করে সে যেন একটি মুরগী কুরবানী করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করে সে যেন একটি ডিম কুরবানী করল। পরে ইমাম যখন খুৎবা দেওয়ার জন্য বের হন তখন ফেরেশতাগণ যিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে’ (ছহীহ বুখারী, হা/৮৮১, ছহীহ মুসলিম, হা/৮৫০)। সূর্য উদয় হওয়ার পর থেকে পথম পর্যায়ের শুরু হয়। সূর্য উদয় হওয়া থেকে জুমআর আযান হওয়া পর্যন্ত এই সময়টাকে পাঁচভাগে ভাগ করবে। এর প্রথম ভাগটি হাদীছে বর্ণিত প্রথম পর্যায়, দ্বিতীয় ভাগটি হাদীছে বর্ণিত দ্বিতীয় পর্যায় (যাদুল মা‘আদ, ১/৩৮৬-৩৮৯)।
প্রশ্নকারী : এস এম হাম্মাদ
চট্রগ্রাম।