কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : তাহাজ্জুদের ছালাত মাঝে মধ্যে ছেড়ে দিলে কোনো পাপ হবে কি?

উত্তর : ফরয ছালাতের পরে সর্বোত্তম ছালাত হলো তাহাজ্জুদ ছালাত। তাই যে ব্যক্তি তাহাজ্জুদের ছালাত আদায় করে তার উচিত হলো তা নিয়মিতভাবে আদায় করা। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আছ রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ‏ يَا عَبْدَ اللَّهِ، لاَ تَكُنْ مِثْلَ فُلاَنٍ، كَانَ يَقُومُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ ‘হে আব্দুল্লাহ! তুমি অমুকের মতো হয়ো না, সে তাহাজ্জুদ পড়ত, পরে তাহাজ্জুদ পড়া ছেড়ে দিয়েছে’ (ছহীহ বুখারী, হা/১০৮৫)। তাছাড়া যেকোনো নেক আমল তা যত কমই হোক নিয়মিত করাই আল্লাহর নিকট অধিক পছন্দনীয় (ছহীহ বুখারী, হা/৬৪৬৪)। তবে যেহেতু এটি নফল ছালাত, তাই মাঝে মধ্যে ছেড়ে দিলে কোনো পাপ হবে না।

প্রশ্নকারী : আসাদুজ্জামান

চাঁপাই নবাবগঞ্জ।

Magazine