কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : আমাদের এলাকাসহ হানাফী মাযহাবের অনুসারি দাবিদার মুসলিম ভাইয়েরা মৃত ব্যক্তিকে কবরে চিৎ করে দাফন করে, এটি কি সুন্নাহসম্মত?

উত্তর: না; এটি সুন্নাহসম্মত নয়। বরং মৃত ব্যক্তিকে ডান কাতে ক্বিবলা মুখি করে দাফন দিতে হবে। উমায়ের রযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, যিনি সাহাবী ছিলেন। তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! কোনগুলি কবীরা গুনাহ? তিনি বললেন, এর সংখ্যা নয়টি। ‘...মুসলিম পিতা-মাতাকে কষ্ট দেওয়া এবং তোমাদের জীবন-মরণে কাবা ঘরকে কেবলা হিসেবে মেনে নেওয়া (আবূ দাউদ, হা/২৮৭৫ ‘হাদীছটি হাসান’)। অত্র হাদীছ প্রমাণ করে যে, মায়্যেতকে ডান পার্শ্বে কিবলা মুখি করে রাখতে হবে। চিৎ করে মুখ কিবলার দিকে ঘুরিয়ে রাখার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।

Magazine