কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : ছিয়াম অবস্থায় দিনের বেলা উত্তেজনাবসত মযী নির্গত হলে ছিয়াম ভঙ্গ হবে কি?

উত্তর : ছিয়াম অবস্থায় দিনের বেলা উত্তেজনাবসত মযী বের হলে ছিয়াম ভঙ্গ হবে না। কেননা যে সকল কারণে ছিয়াম ভঙ্গ হয় মযী নির্গত হওয়া তার অন্তর্ভুক্ত নয়। বরং সকল ক্ষেত্রে মযীকে পেশাবের ন্যায় বিধান দেওয়া হয়েছে। সুতরাং পেশাব করলে যেমন ছিয়াম ভঙ্গ হয় না ঠিক তেমনি মযী বের হলেও ছিয়াম ভঙ্গ হবে না (আশ-শারহুল মুমতে’ লি ইবনে উছায়মীন, ৬/৩৭৬; আল-মাজমু লিন-নাবাবী, ৬/৩২৩)। তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যেন সে উত্তেজনা স্বেচ্চায় বা মিলনজনিত কারণে না হয়। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ছিয়াম অবস্থায় স্ত্রীর সাথে একত্রে অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি তাকে অনুমতি প্রদান করেন। অতঃপর অন্য এক ব্যক্তি এসে অনুরূপ জিজ্ঞেস করলে তিনি তাকে নিষেধ করে দিলেন। বর্ণনাকারী বলেন, তিনি যাকে অনুমতি দিয়েছেন সে ছিল বৃদ্ধ এবং যাকে নিষেধ করেছেন সে ছিল যুবক (আবূ দাঊদ, হা/২৩৮৭, সনদ হাসান ছহীহ)। এই হাদীছ প্রমণ করে মযী বের হবে এমন কাজ যুবকদের করা যাবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক



Magazine