কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২): মহিলাদের মাথার চুলকে প্রক্রিয়াজাত করে মাথার ক্যাপ তৈরি করে বিদেশে রপ্তানি করা যাবে কি?

উত্তর: মানুষ সকল প্রাণির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক। মানুষের প্রতিটি অঙ্গই সম্মানিত। মানুষের শরীরের কোনো অঙ্গ-প্রতঙ্গ কিংবা কর্তিত কোনো অংশ ক্রয়-বিক্রয় করা যাবে না এবং ব্যবহার করাও যাবে না। সেগুলো প্রক্রিয়াজাত করে ব্যবহার করাও যাবে না। আল্লাহ তাআলা বলেন, ‘আমি আদম সন্তানকে সম্মানিত করেছি’ (আল-ইসরা, ১৭/৭০)। সুতরাং শরীরের কোনো অংশকে তুচ্ছজ্ঞান করে লাঞ্ছিত করা বৈধ নয় (আল-মাওসূয়াতুল ফিক্বহিয়্যাহ, ২৬/১০২)।

প্রশ্নকারী : মো. সুজন রানা

নেয়ামতপুর, নওগাঁ।



Magazine