কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২): প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ক্রয়-বিক্রয় করা যাবে কি?

উত্তর: কুকুর কেনাবেচা করা হারাম; সেটা যেই কুকুরই হোক না কেন (মুগনী, ৪/১৮৯)। আবূ মাসঊদ আনছারী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মূল্য (গ্রহণ করতে) নিষেধ করেছেন (ছহীহ বুখারী, হা/২২৮২)। আর শিকারী কুকুরের মূল্য বৈধতার ব্যাপারে যে হাদীছ এসেছে তা যঈফ (নাসাঈ, হা/৪৬৬৮; হাশিয়াতুস সিনদী, ৭/১৯১)। তবে যদি কারো পাহারা বা শিকারের জন্য কুকুরের প্রয়োজন হয় আর এমন কুকুর বিনামূল্যে দেওয়ার মতো কাউকে না পায়, তাহলে তার জন্য ক্রয় করা বৈধ। তবে এর মূল্য বিক্রেতার জন্য হারাম (মাহাল্লী, ৭/৪৯৩)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

নবাবগঞ্জ, দিনাজপুর।


Magazine