কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : পায়ুপথ দিয়ে কৃমি বের হলে ওযূ নষ্ট হবে কি?

উত্তর: হ্যাঁ, পায়ুপথ দিয়ে পাথর, কৃমি এবং চুলসহ যা কিছু বের হবে তাতে ওযূ নষ্ট হয়ে যাবে (আল-মুগনী, ১/২৩০)। পায়ুপথ দিয়ে বের হওয়া কৃমি, পাথল, চুল, গোশতের টুকরা বা অনুরূপ সবই অপবিত্র হিসেবে গণ্য করা হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের কেউ যখন তার পেটের মধ্যে কিছু অনুভব করে তারপর তার সন্দেহ দেখা দেয় যে, পেট থেকে কিছু বের হলো কি-না তখন সে যেন মসজিদ থেকে কখনো বের না হয় যতক্ষণ পর্যন্ত সে (বায়ু বের হবার) কোনো শব্দ না শুনে বা গন্ধ না পায়’ (বুখারী, হা/১৩৭; মুসলিম, হা/৩৬২; মিশকাত, হা/৩০৬)। অর্থাৎ বায়ু বের হওয়ার কারণে যখন ওযূ নষ্ট হয়ে যায়, সেখানে কৃমি বের হলে ওযূ ভঙ্গ হওয়া অধিক যৌক্তিক (তা‘লীক্বাত ‘আলাল কাফী লি ইবনে কুদামাহ ইবনু উছায়মীন, ১/১২৮)।

প্রশ্নকারী : মাহির ফয়ছাল

দিনাজপুর।


Magazine