উত্তর : আযান অর্থ এ‘লান করা বা ঘোষণা দেওয়া। এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে জানিয়ে দেওয়া যে, ছালাতের সময় আরম্ভ হয়ে গেছে। সুতরাং উচ্চ আওয়াযে এমন স্থান থেকে আযান দেওয়া জরুরী যেন তার শব্দ ও বাক্যসমূহ মানুষের নিকট পৌঁছায়। আর এজন্যই বেলাল রাযিয়াল্লাহু আনহু উঁচু স্থানে দাঁড়িয়ে আযান দিতেন। নাজ্জার গোত্রের জনৈক মহিলা ছাহাবী হতে বর্ণিত, তিনি বলেন, মসজিদে নববীর নিকটবর্তী ঘরসমূহের মধ্যে আমার বাড়ি ছিল সুউচ্চ। বেলাল রাযিয়াল্লাহু আনহু সেখানে উঠে ফজরের আযান দিতেন (আবূ দাঊদ, হা/৫১৯)| যদি এমন কোনো ব্যবস্থা না থাকে তাহলে মসজিদের যে কোনো স্থান থেকে আযান দিতে পারে।
প্রশ্নকারী : জুয়েল বিন মনিরুল ইসলাম
পত্নীতলা, নওগাঁ।