কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : ছালাত শেষে একবার সূরা ফাতিহা, ৩ বার সূরা আল-ইখলাছ এবং ১১ বার দরূদ পড়ার শারঈ কোনো ভিত্তি আছে কি?

উত্তর : না, এর কোনো শারঈ ভিত্তি নেই। বরং ছালাত শেষে ‘আল্লাহু আকবার’ (১ বার)। ‘আসতাগফিরুল্লাহ’ (তিন বার) (ছহীহ বুখারী, হা/৮৪২; ছহীহ মুসলিম, হা/৫৮৩; মিশকাত হা/৯৫৯)। ‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’ (১ বার) (ছহীহ মুসলিম, হা/৫৯২; মিশকাত হা/৯৬০)। তাছাড়া ছালাত শেষে আয়াতুল কুরসী পাঠ করা যায় (নাসাঈ, সিলসিলা ছহীহা, হা/৯৭২)। এছাড়াও ছালাতের শেষে আরও অনেক মাসনূন দু‘আ রয়েছে।

প্রশ্নকারী : বাকী বিল্লাহ খান পলাশ

হাবেলী গোপালপুর, ফরিদপুর।


Magazine