কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): আমি শুনেছি যে, বিচার দিবসে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযূর চিহ্ন দেখে আমাদের চিনতে পারবেন। ওযূ কি শুধু আমাদের জন্যই খাছ নাকি আগেও ছিল? আর যদি তাই হয়, তাহলে অন্য সকল উম্মাহরা কীভাবে পবিত্রতা অর্জন করতেন?

উত্তর: ওযূর ফযীলত হিসেবে ওযূর অঙ্গ-প্রত্যঙ্গগুলো আলোকিত হওয়ার বিষয়টি শুধু উম্মতে মুহাম্মাদীর জন্য খাছ, যা দেখে তিনি তাঁর উম্মতকে চিনবেন (ছহীহ বুখারী, হা/১৩৬)। তবে ওযূ, ছালাত, ছিয়াম, যাকাতের বিধান আগেও উম্মতের মাঝেও ছিল। যেমন- ঈসা আলাইহিস সালাম বলেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন ছালাত ও যাকাত আদায় করতে (মারইয়াম, ১৯/৩১)। ছিয়ামের বিধান ছিল (আল-বাকারা, ২/১৮৩)। জুরাইজের ঘটনায় এসেছে, তিনি ওযূ করলেন ও ছালাত আদায় করলেন (ছহীহ বুখারী, হা/৩৪৩৬)। ইবরাহীম আলাইহিস সালাম-এর স্ত্রী সারা দাঁড়িয়ে ওযূ করলেন ও ছালাত আদায় করলেন (ছহীহ বুখারী, হা/৬৯৫০)। হাদীছ দ্বারা বুঝা যায় যে, ওযূর বিধান পূর্বেও ছিল।

প্রশ্নকারী: সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।


Magazine