কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : জামাআতে ছালাত আদায়ের সময় সামনের কাতার থেকে কাউকে পিছনের কাতারে টেনে নেওয়া যাবে কি?

উত্তর : না, সামনের কাতার পূর্ণ হয়ে গেলে সেখান থেকে কাউকে টেনে নিবে না এবং কাতারের মাঝেও ঢুকে যাবে না। বরং একাই পিছনের কাতারে ছালাত আদায় করবে (ইরওয়াউল গালীল, হা/৫৪১; ২/৩২৫ পৃ.)। উল্লেখ্য যে, পূর্ণ কাতার থেকে টেনে নেওয়ার যে হাদীছ বর্ণিত হয়েছে তা দুর্বল (ত্বাবারানী আল-মুজামুল কাবীর, হা/৩৯৪; ইরওয়াঊল গালীল, হা/৫৪১)। আরও উল্লেখ্য যে, ‘কাতারে একাকী দাঁড়ালে ছালাত হবে না’ মর্মে তিরমিযীতে যে হাদীছ বর্ণিত হয়েছে তার অর্থ হলো, সামনের কাতার ফাঁকা থাকা অবস্থায় কেউ যদি একাকী দাঁড়ায় তাহলে তার ছালাত হবে না (বিস্তারিত আলেচানা দ্র: ইরওয়াউল গালীল, হা/৫৪১; ফাতাওয়া আরকানুল ইসলাম, পৃ. ৪৩২-৪৩৩)।

প্রশ্নকারী : আনিছুর রহমান

জয়পুরহাট সদর।


Magazine