কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : আমাদের সমাজে প্রচলিত আছে যে মামার এঁটো (উচ্ছিষ্ট) খাওয়া নাকি ভুল। এটার সত্যতা জানতে চাই।

উত্তর: এগুলো সামাজিক কুসংস্কার, যার পক্ষে শারঈ কোনো ভিত্তি নেই। বরং কোনো মুসলিমের উচ্ছিষ্ট খাবার খাওয়াতে শারঈ কোনো বাধা নেই। আর ছহীহ হাদীসে বর্ণিত হয়েছে যে, আয়েশা রাযিয়াল্লাহু আনহা গোশতের যেখানে মুখ লাগিয়ে কামড় দিয়ে গোশত খেতেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও সেখানেই মুখ লাগিয়ে গোশত খেতেন (ছহীহ মুসলিম, হা/৩০০, নাসাঈ, হা/৩৮০)। সাহল ইবনু সা‘দ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে কিছু পানীয় দ্রব্য আনা হলো। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হতে কিছুটা পান করলেন। তাঁর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে বসা ছিল একটি বালক, আর বাম দিকে ছিলেন বয়োজ্যেষ্ঠরা। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকটিকে বললেন, এ বয়োজ্যেষ্ঠদেরকে দেয়ার জন্য তুমি আমাকে অনুমতি দিবে কি? তখন বালকটি বলল, না, হে আল্লাহর রাসূল! আল্লাহর কসম! আমি আপনার কাছ হতে প্রাপ্য আমার অংশে কাউকে অগ্রাধিকার দিব না। রাবী বলেন, তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পেয়ালাটা তার হাতে ঠেলে দিলেন (ছহীহ বুখারী, হা/২৪৫১)।
প্রশ্নকারী : আব্দুল্লাহিল বাকী

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ।

Magazine