কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : একজন ব্যক্তির চার মেয়ে কোনো ছেলে নেই। এক মেয়ের স্বামী শ্বশুর বাড়িতে থাকে এবং শ্বশুর-শাশুড়ির দেখাশোনা করে (তার নিজ পিতা-মাতা দুনিয়াতে নেই)। বাকি মেয়েরা তাদের কোনো ধরণের দেখাশোনা করে না। শশুর ঐ জামাইকে কিছু জমি দলীল করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো- ঐ জামাইকে শশুরের জমি লিখে দেওয়া কতটুকু শরীয়ত সম্মত হয়েছে?

উত্তর :  অন্যকে সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো- যে সকল ব্যক্তি অন্য ব্যক্তির মৃত্যুর পর তার সম্পদের উত্তরাধিকারী হয়ে থাকে তাদের কোনো একজনকে পৃথকভাবে কেউ সম্পত্তি লিখে দিতে বা অছিয়ত করে যেতে পারবে না। তবে যারা ব্যক্তির উত্তরাধিকারী হয় না তাদেরকে কেউ চায়লে সম্পত্তি লিখে বা অছিয়ত করে দিতে পারে (ছহীহ মুসলিম, হা/১৬২৩)। তবে তা যেন এক তৃতীয়াংশের বেশি না হয়। সা’দ রাযিয়াল্লাহু আনহু বলেন, মক্কায় আমি অসুস্থ থাকা অবস্থায় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন, আমি তাকে বললাম, আমার কিছু সম্পদ রয়েছে আমি আমার সকল সম্পদ অছিয়ত করে দিতে চাই। আল্লাহর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না; আমি আবার বললাম, তাহলে অর্ধেক অছিয়ত করে দেই। তিনি বললেন, না; আমি আবার বললাম, তাহলে এক তৃতীয়াংশ অছিয়ত করে দেই। তিনি বললেন, হ্যাঁ; এক তৃতীয়াংশ ঠিক আছে। এক তৃতীয়াংশই বেশি (ছহীহ বুখারী, হা/৫৩৫৪; ছহীহ মুসলিম, হা/১৬২৮)। জামাই যেহেতু শশুর-শাশুড়ির উত্তরাধিকারী নয় তাই শশুর-শাশুড়ি চায়লে তাদের সম্পদের এক তৃতীয়াংশ জামাইকে লিখে দিতে পারে। তবে মেয়ের নামে লিখে দিলে অন্যন্য মেয়েদেরকেও সমপরিমাণ লিখে দিতে হবে।

-আতিকুল ইসলাম

দুবাই প্রবাসী।


Magazine