কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : ছালাতের কোনো এক রাকআতে সিজদার সংখ্যা একটি হলো নাকি দুটি হলো এমন সন্দেহ হলে করণীয় কী?

উত্তর : ছালাতে সিজদা কম হয়েছে বলে সন্দেহ হলে সিজদা করে নিতে হবে। তারপর শেষে সাহু সিজদা দিয়ে সালাম ফিরাবে। কেননা রুকূ-সিজদা ছুটে গেলে রাকআত বাতিল হয়ে যায় (ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/৫৩৯; সিলসিলা ছহীহা, হা/২৫৩৭)। সিজদা আদায় করার ক্ষেত্রে মুছল্লী তার ইয়াক্বীন তথা নিশ্চিত জ্ঞানের উপর নির্ভর করবে। ইয়াক্বীন হচ্ছে- ছোট সংখ্যাটি হিসাব করা। তাই সে শুধু একটি সিজদা দিয়েছে ধরে নিয়ে দ্বিতীয় সিজদাটি আদায় করবে। এরপর সালাম ফিরানোর আগে সাহু সিজদা দিবে (ছহীহ মুসলিম, হা/৫৭১; মিশকাত, হা/১০১৫)। তবে দাঁড়িয়ে যাওয়ার পরে যদি সিজদা ছুটে গেছে বলে সন্দেহ হয় বা সালাম ফিরিয়ে দিয়ে থাকে তাহলে ঐ স্থানে আরেক রাকআত পড়ে নিয়ে সাহু সিজদা দিবে (শাইখ বিন বাযের ফতোয়াসমগ্র, ১১/৩০)।

প্রশ্নকারী : মুহাম্মদ বিল্লাল

ওয়ারী, ঢাকা।


Magazine