কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : জনৈক ব্যক্তি বিবাহিতা এক নারীর সাথে যেনা করেছে। সে কি তার (ঐ নারীর) মেয়ের সাথে বিবাহ করতে পারে?

উত্তর : হ্যাঁ, মেয়েটিকে বিবাহ করতে পারে। কেননা মেয়েটি তাঁর জন্য মাহরাম বা বিবাহ হারাম এমন মহিলাদের অন্তর্ভুক্ত নয়। কেননা যে সকল মহিলাকে বিবাহ করা হারাম তাদের বর্ণনা শেষান্তে মহান আল্লাহ বলেন, ‘উল্লেখিত নারীগণ ব্যতীত বাকী সকল নারীকে বিবাহ করা তোমাদের জন্য হালাল করা হয়েছে’ (আন-নিসা, ৪/২৩)। সুতরাং এমন মেয়েকে বিবাহ করাতে শারঈ কোনো বাধা নেই। এ মর্মে আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো, যে কোনো মহিলার সাথে হারাম পন্থায় সহবাসে লিপ্ত হয়, অতঃপর ওই নারীর মেয়েকে বিবাহ করে অথবা কোনো মেয়ের সাথে যেনায় লিপ্ত হয় অতঃপর তার মাকে বিবাহ করে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘কোনো হারাম কাজ অন্য কোনো হালাল কাজকে হারাম করে না’ (আল-উম্ম লিশ শাফেঈ, ৬/৩৯৮)।

প্রশ্নকারী : আব্দুর রহীম

 মিরপুর, কুষ্টিয়া।


Magazine