উত্তর: পোকামাকড় ও জীবজন্তুর ছবি তুলে অনলাইনে বিক্রি করা হারাম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রত্যেক ছবি অঙ্কনকারী বা প্রস্তুতকারী জাহান্নামের অধিবাসী হবে। তার প্রস্তুতকৃত প্রতিটি ছবিকে জীবন দেওয়া হবে, সে সময় জাহান্নামে তাকে ঐগুলো শাস্তি দিতে থাকবে’ (ছহীহ বুখারী, হা/২২২৫, ৫৯৬৩; ছহীহ মুসলিম, হা/২১১০)। আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, ‘ক্বিয়ামতের দিনে ছবি বা মূর্তি নির্মাতাদের সর্বাধিক কঠিন শাস্তি হবে’ (ছহীহ বুখারী, হা/৫৯৫০; ছহীহ মুসলিম, হা/৫৬৫৯)। তবে গাছপালা, ফুলসহ প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলে অনলাইনে বিক্রি করায় শারঈ কোনো বাধা নেই। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, তোমাকে একান্তই যদি তা (ছবি অঙ্কন) করতে হয়, তাহলে গাছ এবং যার জীবন নেই, সে সব বস্তুর ছবি তৈরি করো (ছহীহ মুসলিম, হা/২১১০)।
প্রশ্নকারী : মো. মোজাহিদ হোসেন
গাইবান্ধা সদর , গাইবান্ধা।