উত্তর: যে তেত্রিশ আয়াতের ফযীলতের কথা বলা হয় তা হচ্ছে সূরা বাক্বারার ১-৫, সূরা বাক্বারা ২৫৫-২৫৭, সূরা বাক্বারা ২৮৪-২৮৬, সূরা আরাফ ৫৪-৫৬, সূরা ইসরা, ১১০-১১১, সূরা সাফফাত ১-১১, সূরা রাহমান ৩৫-৩৩-৩৫, সূরা হাশর ২১-২৮, সূরা জীন ১-৪। ছহীহ হাদীছ দ্বারা এই তেত্রিশ আয়াতের বিশেষ কোনো ফযীলত বর্ণিত হয়নি।
প্রশ্নকারী : গোলাম রাব্বি
দক্ষিণ আলেকান্দা, বরিশাল সদর।