কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : জনৈক ইসলামিক স্কলার বলেছেন, কঠিন ফিতনার যুগে কোনোমুসলিম যদি কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী কোনো সুন্নাতের উপর আমল করে, তাহলে৫০ জন শহীদের ছওয়াব পাবে। এ কথা কি ঠিক?

উত্তর : জি; ফিতনার যুগে ছহীহ সুন্নাহর উপর আমলকারী ব্যক্তি ছাহাবীদের মধ্য হতে ৫০ জন ব্যক্তির সমপরিমাণ ছওয়াব অর্জন করবে মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ (সিলসিলা ছহীহা, হা/৪৯৪; তিরমিযী, হা/৩০৫৮)। তবে ৫০ বা ১০০ জন শহীদের ছওয়াব পাবে মর্মে বর্ণিত হাদীছ নিতান্তই যঈফ (সিলসিলা যঈফা, হা/৩২৬)। কেননা এই বর্ণনার মাঝে মুহাম্মাদ বিন ছালেহ আল-উযরী নামক বর্ণনাকারী রয়েছে যিনি অপরিচিত এবং আব্দুল মজিদ ইবনু আব্দুল আযীয ইবনু আবী রাওয়াদ নামক একক বর্ণনাকারী রয়েছে, যার একক বর্ণনা অগ্রহণযোগ্য এবং হাসান ইবনু কুতায়বা নামক বর্ণনাকারী রয়েছে যিনি মাতরুকুল হাদীছ ‘তার হাদীছ প্রত্যাখ্যাত’ (মাজমা’উয যাওয়ায়েদ, ‘আল-হায়ছামী’, ১/১৭২ পৃ. লিসানুল মীযান, ২/২৪৬ পৃ.)।

প্রশ্নকারী : রিজভী আহমেদ

চাঁপাইনবাবগঞ্জ।


Magazine