কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯): সন্তান গর্ভে আসার খবর উৎসাহের সঙ্গে অন্যকে জানানো কি শরীআতসম্মত? এতে কোনো ক্ষতি বা উপকারের বিষয় শরীআতে উল্লেখ আছে কি?

উত্তর: কুরআন বা ছহীহ হাদীছে এমন কোনো সরাসরি আদেশ বা নিষেধ নেই। সুতরাং কেউ যদি দু‘আর উদ্দেশ্যে পরিবার বা ঘনিষ্ঠজনকে জানায়, তাহলে জানাতে পারে। তবে ঢালাওভাবে সবাইকে না জানানো ভালো। কেননা তাতে কারো শত্রুতা বাড়তে পারে, বদনজর থাকতে পারে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর সম্পর্কে বলেছেন, ‘নিশ্চয়ই নজর সত্য। যদি কদরকে তথা ভাগ্যকে অতিক্রম করার কিছু থাকত, তবে বদনজরই তা অতিক্রম করত’ (ছহীহ মুসলিম, হা/২১৮৮)। মহান আল্লাহ বলেন, ‘হে বৎস! তোমার স্বপ্ন তোমার ভাইদেরকে বলো না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে’ (ইউসুফ, ১২/৫)।

প্রশ্নকারী : উমর ফারুক

আকন্দপাড়া, ইসলামপুর, জামালপুর।


Magazine