কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : ই‘তিকাফ চলাকালীন হায়েয শুরু হলে করণীয় কী?

উত্তর : এমতাবস্থায় ই‘তিকাফসহ ছালাত, ছিয়াম সবকিছুই ছেড়ে দিবে এবং পরবর্তীতে শুধু অবশিষ্ট ছিয়ামগুলোর ক্বাযা আদায় করবে। জনৈক মহিলা আয়েশা রাযিয়াল্লাহু আনহা-কে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা ঋতুবতী হলে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছিয়ামের ক্বাযা আদায়ের আদেশ করতেন। কিন্তু ছালাতের ক্বাযা আদায়ের আদেশ করেননি (ছহীহ মুসলিম, হা/৩৩৫; আবূ দাঊদ, হা/২৬৩; ইরওয়াউল গালীল, হা/২০০; মিশকাত, হা/২০৩২)।

-উম্মে আব্দুল্লাহ

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine