কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : ঠোঁটের নিচে যে চুল গজায় এটা কি দাড়ির অন্তর্ভুক্ত? এটা কি কাটা যাবে?

উত্তর : ঠোঁটের উপরের অংশকে বলা হয় মোচ বা গোঁফ, যা কাটার ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা মুশরিকদের বিরোধিতা করো। দাড়ি লম্বা করো এবং গোঁফ ছোট করো’ (ছহীহ বুখারী, হা/৫৮৯২; ছহীহ মুসলিম, হা/২৫৯; মিশকাত, হা/৪৪২১)। আর ঠোঁটের নিচের অংশকে বলা হয় দাড়ি, যা কাটার ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দলীল পাওয়া যায় না। অতএব এ চুলকে দাড়ির অন্তর্ভুক্ত ভেবে তা কাটা হতে বিরত থাকা ভালো।

-ইসমাঈল হাওলাদার অপু

কদমতলী, উত্তরা, ঢাকা।

Magazine