কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫): আমার মা বলে, ভাত শুয়ে শুয়ে খাওয়া যাবে না, এটা কতটা সত্য? এ ব্যাপারে ইসলাম কী বলে?

উত্তর: খাবার খেতে বসার ক্ষেত্রে সুন্নাত হলো দুই হাঁটু্ মাটির সাথে লাগিয়ে ও নলার উপর ভর করে বসা বা ডান পা খাড়া করে বাম পায়ের উপর বসা (ফাতহুল বারী, ৯/৫৪২)। আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে (দুই হাটুঁ যমিনে লাগিয়ে) উঁচু হয়ে খেজুর খেতে লক্ষ্য করেছি (ছহীহ মুসলিম, হা/২০৪৪)। তবে কোনো জরুরী কারণে নিরুপায় হয়ে শুয়ে শুয়ে খাবার খাওয়া যায়। 

প্রশ্নকারী : আব্দুল মতিন

রাজশাহী।


Magazine