কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): মানুষের শরীরের অবাঞ্ছিত লোম ৪০ দিনের অধিক সময় পরিষ্কার না করলে ইবাদত কবুল হবে কি এবং তা পরিষ্কার করার পর গোসল কি ফরয?

উত্তর: মানুষের শরীরের অবাঞ্ছিত লোম ৪০ দিনের মধ্যে পরিষ্কার করা সুন্নাত। তা ৪০ দিনের মাঝেই পরিষ্কার করতে হবে। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুম হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নাভির নিচের পশম কামানো, নখ কাটা ও গোঁফ ছোট করা নবীগণের বৈশিষ্ট্য’ (ছহীহ বুখারী, হা/৫৮৯০)। তবে কোনো কারণে তা সময়মতো পরিষ্কার করা সম্ভবপর না হলে ইবাদত কবুল হবে না বা তা পরিষ্কারের পর গোসল করা আবশ্যক মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না।

প্রশ্নকারী : কাইছার হানিফ

সাতকানিয়া, চট্টগ্রাম।


Magazine