উত্তর : প্রাথমিক অবস্থাতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর তাহাজ্জুদ ছালাত ফরয করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা নফল করা হয়। সা‘দ ইবনু হিশাম হতে বর্ণিত, তিনি আয়েশা রাযিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞেস করেন যে, আমাকে রাতের ক্বিয়াম সম্পর্কে বলুন! তিনি বললেন, তুমি কি কুরআনের ‘ইয়া আইয়্যুহাল মুযযাম্মিল’ সূরা পাঠ করনি? তিনি বলেন, আমি বললাম, হ্যাঁ, পাঠ করেছি। তিনি বললেন, এ সূরার প্রথমাংশ অবতীর্ণ হবার পর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছাহাবীগণ এত বেশি ক্বিয়ামুল লাইল করতেন যে, তাদের পা ফুলে যেত। অতঃপর এ সূরার শেষাংশ অবতীর্ণ হলে ক্বিয়ামুল লাইল ফরয হতে নফল হিসাবে পরিবর্তন হয় (ছহীহ মুসলিম, হা/৭৪৬; নাসাঈ, হা/১৬০২; আবূ দাঊদ, হা/১৩৪২)।
প্রশ্নকারী: রাকিবুল ইসলাম
ঢাকা।