কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি পশু কুরবানী করতে পারে?

উত্তর : একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানীই যথেষ্ট। আত্বা ইবনু ইয়াসার বলেন, আমি আবূ আইয়ূব আনছারী রযিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞস করলাম, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর যুগে কীভাবে কুরবানী হতো? তিনি বললেন, একজনে পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানী করত। সেটা থেকে তারা খেত এবং মানুষকে খাওয়াত। অবশেষে মানুষেরা গর্ব ও আভিজাত্যের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। ফলে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তা তুমি নিজেই দেখতে পাচ্ছ (তিরমিযী, হা/১৫০৫)। তবে সামর্থ্য অনুপাতে একাধিক পশু কুরবানী করতে পারে। আনাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংওয়ালা সাদা-কালো রঙের দুটি ভেড়া কুরবানী করেছিলেন (ছহীহ বুখারী, হা/৫৫৬৪, ৫৫৬৫)। অপর বর্ণনায় আছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে ১০০টি উট কুরবানী করেছেন (ছহীহ মুসলিম, হা/১২১৮; ইবনু মাজাহ, হা/৩০৭৪)।

প্রশ্নকারী : তানভীরুল ইসলাম

মহাদেবপুর, নওগাঁ।

Magazine