উত্তর: বাকীতে বেশি মূল্যে বেচাকেনা করাতে কোনো সমস্যা নেই, যদি বেচাকেনার শুরুতেই ক্রেতা-বিক্রেতার মাঝে চুক্তি হয়ে থাকে (আল-বাকারা, ২/২৭৫) এবং দাম নির্ধারণ করা থাকে। তবে শর্ত হলো, সময়ের কম বেশি হওয়ার কারণে যেন দামের কম বেশি না হয় (তাওযীহুল আহকাম মিন বুলূগিল মারাম, আল-বাসসাম, ৪/৪৪৮)। কিন্তু প্রশ্নে উল্লিখিত লেনদেনের পদ্ধতিতে সময় কম হলে পণ্যের দামও কম দেওয়া হয়, যা বৈধ নয়। বরং পণ্যের দাম ও পরিশোধের সময় স্থির রেখেই বাকীতে কেনাবেচা করতে হবে। তবেই তা শরীআতসম্মত হবে। কিন্তু আগেই পরিশোধ করতে পারলে দাম কমে যাবে, এমন লেনদেন জায়েয হবে না।
প্রশ্নকারী : সাঈদ আব্দুল্লাহ
গফরগাঁও, ময়মনসিংহ।