কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : বই-পুস্তকে পা লাগলে অনেকে তাতে চুমু খায়। আবার কুরআন মাজীদ পড়া শেষে তাতে চুমু খায়। এভাবে চুমু খাওয়া কি জায়েয?

উত্তর : কুরআন মাজীদ, হাদীছের কিতাবসহ অন্যান্য যে কোন বই সম্মানিত বস্ত্ত। তাই লক্ষ রাখতে হবে, কোনভাবে যেন সেগুলোর অসম্মান না হয়। মহান আল্লাহ বলেন, ‘আর যে আল্লাহর নিদর্শনাবলীর সম্মান করল, তা মূলত অন্তরের তাক্বওয়ার পরিচায়ক’ (সূরা আল হজ্জ, ৩২)। সতর্ক থাকার পরেও যদি কোনভাবে তাতে পা লেগে যায়, তাহলে তাকে উঠিয়ে চুমু খেতে হবে, এমন কোন প্রমাণ শরী‘আতে পাওয়া যায় না। আবার পড়ার শুরুতে বা শেষে চুমু খেতে হবে কিংবা বুকে লাগাতে হবে, এরও কোন প্রমাণ ছাহাবী, তাবেঈদের যুগে পাওয়া যায় না। বরং এমন আমল নেকীর আশায় করলে তা বিদ‘আত হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এমন আমল করল, যার ব্যাপারে আমাদের কোন নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮; মিশকাত, হা/১৪০)। অবশ্য কুরআন মাজীদ, হাদীছের কিতাব বা যে কোন সম্মানিত বই হাত থেকে পড়ে গেলে কিংবা পা লেগে গেলে অনুতপ্ত হওয়া এবং মনের মধ্যে অনুশোচনাবোধ আসা উচিত। এটাকে মুছীবত বা বিপদ মনে করে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ বলতে পারে এবং ক্ষমার আশায় ‘আস্তাগফিরুল্লাহ’ বলতে পারে।

-আকীমুল ইসলাম

 জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine