উত্তর: কর্তৃপক্ষের এমন সময়ে পরীক্ষার সময়সূচি দেওয়া উচিত নয়, যখন ছালাতের আদায় করা অসম্ভব হয়ে যায়। যদি অসময়ে সময়সূচি দিয়ে দেওয়া হয়, তবে নির্দিষ্ট সময়ে ছালাত আদায়ের জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। এজন্য দায়িত্বশীলদের নিকট ছালাত আদায়ের জন্য অনুমতি নিতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘নির্ধারিত সময়ে ছালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য’ (আন-নিসা, ৪/১০৩)। যদি কোনোভাবেই নির্ধারিত সময়ে ছালাত আদায় করা সম্ভব না হয়, তাহলে যোহরের সাথে আছর ছালাতকে জমা করে নিবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর ভয় ও বৃষ্টির কারণ ছাড়াই মদীনাতে যোহর, আছর, মাগরিব ও এশার ছালাত একত্রে আদায় করেছেন। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা-কে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তাঁর উম্মত যেন কোনো অসুবিধায় না পড়ে সেজন্যই তিনি এরূপ করেন (আবূ দাঊদ, হা/১২১১; তিরমিযী, হা/১৮৭)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আল মাহমূদ
বগুড়া।