কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : প্রথম সিজদা থেকে উঠার পর শুধু ‘রাব্বিগফিরলী’ দু‘আ পড়া যাবে কি?

উত্তর : হ্যাঁ, পড়া যাবে। হুযায়ফা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে বসে বলতেন, رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ উচ্চারণ : রব্বিগফিরলী রব্বিগফিরলী। অর্থাৎ, হে প্রভু! আমায় ক্ষমা করুন, হে প্রভু! আমায় ক্ষমা করুন (নাসাঈ, হা/১০৬৯, ১১৪৫; আবূ দাঊদ, হা/৮৭৪; মুসনাদে আহমাদ, হা/২২৮৬৬; দারেমী, হা/১৩২৪; ইরওয়াউল গালীল, হা/৩৩৫)।

প্রশ্নকারী : আব্দুর রশিদ রাসেল

বাগমারা, রাজশাহী।


Magazine