কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭): আমি অনলাইনে ইসলামী বই বিক্রি করতে চাই। কিন্তু কিছু লেখক বা অনুবাদক সম্পর্কে আলেমরা বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেন। অনেক সময় পাঠক চাহিদার ভিত্তিতে এমন বই বিক্রি করতে হয়, যেগুলোর লেখক বা অনুবাদকের মানহাজ সঠিক নাও হতে পারে এবং সব লেখক সম্পর্কে জানা সম্ভবও নয়। তাহলে এমন বই জেনে বা না জেনে বিক্রি করলে কি আমি গুনাহগার হব? এ ক্ষেত্রে আমার করণীয় কী?

উত্তর: যে সমস্ত লেখকের আক্বীদায় ত্রুটি আছে, তাদের লিখিত বই, শিরক-বিদআতের প্রচার রয়েছে এমন বই, অশালীন প্রেমকাহিনী বা গান-বাজনাসহ ইসলামে হারাম করা হয়েছে এমন বিষয়ে লিখিত বই ক্রয়-বিক্রয় করা যাবে না। কেননা এতে অন্যায়ের সহযোগিতা করা হয়। আর আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সৎকর্ম ও তাক্বওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবে না’ (আল-মায়েদা, ৫/২)। সুতরাং জেনেশুনে এমন বই বিক্রি করলে বিক্রেতা গুনাহগার হবে। এক্ষেত্রে পাঠকের চাহিদা থাকলেও তাদেরকে এ সমস্ত বইয়ের পরিবর্তে ছহীহ আক্বীদার লেখকদের বই পাঠে পরামর্শ বা উৎসাহ দিতে হবে।

প্রশ্নকারী : কবির হোসাইন

উত্তরা।


Magazine