কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : রূহ মানব দেহের কোন স্থানে অবস্থান করে?

উত্তর : মানব দেহে রূহ আছে একথা কুরআন হাদীছের অসংখ্য দলীল দ্বারা প্রমাণিত। তবে দেহের মাঝে কোথায় রূহ অবস্থান করে, তার গঠন কেমন, তার প্রকৃতি কেমন ইত্যাদি বিষয়ে সুস্পষ্টভাবে কোনো বর্ণনা পাওয়া যায় না। তৎকালীন কাফেররা মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এমর্মে জিজ্ঞেস করলে মহান আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ‘আর তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দিন, রূহ হচ্ছে আমার রবের আদেশ মাত্র। আর তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে তা অতিসামান্য (আল-ইসরা, ১৭/৮৫)। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, মানব দেহে রূহ অবস্থান করে তবে তা কোথায় অবস্থান করে, দেখতে কেমন ইত্যাদি বিষয়গুলো অস্পষ্ট। আর এই বিষয়টি মানুষের জ্ঞানের শক্তির ঊর্ধ্বে। আরও প্রমাণ করে যে, রূহের বিষয়টি মানুষের আয়ত্বের বাইরে।

প্রশ্নকারী : জুয়েল বিন মনিরুল ইসলাম

পত্নীতলা, নওগাঁ।


Magazine