কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : আমাদের এলাকায় প্রচলন আছে যে, কেউ ভয় পেলে কাসার থালা বা প্লেটে দুআ পড়ে ফুঁক দিয়ে তার পিঠের উপর লাগিয়ে দেয়। যদি সে ভয় পেয়ে থাকে তাহলে, প্লেট তার পিঠে লেগে থাকবে এবং সম্পুর্ণ ভয় না উঠা পর্যন্ত প্লেট পড়বে না। আর ভয় না পেলে পিঠে লাগবে না পড়ে যাবে। এটা করলে কি শিরক হবে?

উত্তর: যে মন্ত্র পড়ে প্লেট লাগানো হয় তা যদি কোনো শিরকী বাক্য হয় তাহলে এমন আমল শিরকের অর্ন্তভুক্ত হবে। আর যদি শিরকী বাক্য না হয় তাহলে তা শিরকের অর্ন্তভুক্ত হবে না। তবে, এমন আমল শরীআত থেকে প্রমাণিত নয় তাই তা বর্জন করতে হবে। বরং কেউ ভয় পেলে শরীআত কর্তৃক প্রমাণিত আমলের মাধ্যমে ঝাড়ফুঁক করতে হবে। ভয় হতে রক্ষা পাওয়ার জন্য নিম্নোক্ত দুআগুলো হাদীছ দ্বারা সাব্যস্ত। (১) اللَّهُمَّ ‌إِنَّا ‌نَجْعَلُكَ ‌فِي ‌نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ (২) اللهُمَّ ‌اسْتُرْ ‌عَوْرَاتِنَا، وَآمِنْ رَوْعَاتِنَا (৩) ‌اللهُ ‌رَبِّي ‌لَا ‌أُشْرِكُ ‌بِهِ شَيْئًا (আবূ দাউদ, হা/১৫৩৭; মুসনাদে আহমাদ, হা/১০৯৯৬; ইবনু মাজাহ, হা/৩৮৮২)।

প্রশ্নকারী : রাজিয়া

রাজশাহী।

Magazine