কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০):বর্তমানে অনেক ওয়ায–নছীহতের ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে নাশিদ বা সুর যোগ করা হয়। এসব ভিডিও কি আমরা শুনতে পারি, নাকি এড়িয়ে চলা উচিত? শরীআতের দৃষ্টিতে করণীয় কী?

উত্তর: মিউজিক হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশমী কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে’ (ছহীহ বুখারী, হা/৫৫৯০)। তবে ব্যাকগ্রাউন্ডে মিউজিকমুক্ত ইসলামী নাশীদ যুক্ত করা এবং ভিডিও দেখা যাবে। পক্ষান্তরে যদি মিউজিক বা গান যুক্ত করা থাকে, তাহলে দেখা যাবে না। (লুকমান, ৩১/৬; তাফসীরে কুরত্বুবী, ১৪/৫১; ছহীহ বুখারী, হা/৫৫৯০)।

প্রশ্নকারী : মো. শাহাদাত হোসেন

হড়মা, দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine