কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : ইয়াওমুশ-শাকবাসন্দেহের দিন বলতে কোন দিনকে বোঝানো হয়। এইদিনেকিগতবছরেরক্বাযাছিয়ামপালনকরাযাবে?

উত্তর : সন্দেহের দিন বলতে আরবী মাসের ৩০ তারিখকে বুঝানো হয়। উক্ত দিনে পূর্বের বছরের ছুটে যাওয়া ছিয়াম পালন করা যাবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক বা দুই দিন পূর্বে ছিয়াম পালনের মাধ্যমে রমাযানকে অগ্রগামী কর না। তবে ঐ ব্যক্তি ব্যতীত যে কোনো নির্দিষ্ট দিনে ছিয়াম পালন করে থাকে, তাহলে সে সন্দেহের দিনেও ছিয়াম পালন করবে (ছহীহ মুসলিম, হা/১০৮২; মুসনাদে আহমাদ, হা/১০৭৬৫)। অত্র হাদীছে নফল ছিয়ামের ব্যাপারে বৈধতা দেওয়া হয়েছে। যেমন: সোমবার ও বৃহস্পতিবারের ছিয়াম। তাহলে যেখানে নফল ছিয়ামের ব্যাপারেই ছাড় দেওয়া হয়েছে সেখানে ওয়াজিব ছিয়ামের ব্যাপারে ছাড় দেওয়া আরো শ্রেয় বা উত্তম। ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন, সন্দেহের দিনে কাযা ছিয়াম, নযরের ছিয়াম ও কাফফারার ছিয়াম পালন করা বৈধ। কারণ সে দিনে যদি নফল ছিয়াম পালন করা যায়, তাহলে ফরয ছিয়াম পালন করা আরো উত্তম (আল-মাজমূ‘, ৬/৩৯৯)।

প্রশ্নকারী : আহমাদুল্লাহ

মোহনপুর, রাজশাহী।


Magazine