উত্তর: আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ ৯৯টিতে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর গুণবাচক নাম অসংখ্য আর এর ফযীলত হলো জান্নাত লাভ। কেউ কেউ একটি হাদীছ থেকে প্রমাণ করেন যে, আল্লাহ তাআলার গুণবাচক নামের সংখ্যা শুধুমাত্র ৯৯টি, যেখানে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার এক কম একশটি (নিরানব্বইটি) নাম রয়েছে। যে ব্যক্তি তা মুখস্থ করবে সে জান্নাতে যাবে’ (ছহীহ বুখারী, হা/২৭৩৬, ৭৩৯২; ছহীহ মুসলিম, হা/২৬৭৭; মিশকাত, হা/২২৮৭)। অথচ হাদীছের বর্ণনা থেকে এমনটি বুঝা যায় না। বরং এই ৯৯টি নাম ছাড়াও আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে যা অন্য হাদীছ থেকে প্রমাণিত। সেটি হলো, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এক দু‘আতে বলতেন, أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوْ أَنْزَلْتَهُ فِى كِتَابِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِىْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ‘আমি আপনার নিকট প্রার্থনা করি আপনার সে সকল নামের অসীলায়, যা দ্বারা আপনি নিজেকে অভিহিত করেছেন অথবা আপনি আপনার সৃষ্টির কাউকে তা শিক্ষা দিয়েছেন অথবা আপনি আপনার কিতাবে নাযিল করেছেন অথবা আপনি গায়েবের পর্দায় তা আপনার নিকট গোপন রেখেছেন’ (মুসনাদে আহমাদ, হা/৩৭১২; ছহীহ ইবনু হিব্বান, হা/৯৭২)। সুতরাং তিনি যা তার ইলমে গায়েবের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন তা কারো পক্ষে সীমাবদ্ধ করা সম্ভব নয়। অতএব, হাদীছটির অর্থ হচ্ছে, আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে থেকে এই ৯৯টি নামের মর্যাদা হলো, যে ব্যক্তি এগুলো গণনা করবে, হেফাযত করবে এবং নামের দাবি মোতাবেক আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে’ (মাজমূউ ফাতাওয়া ইবনু তায়মিয়্যাহ, ৬/৩৮০)।
প্রশ্নকারী : জসীমুদ্দীন
বগুড়া।