কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : বর্তমানে ফেসবুক টুইটারসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখা যাচ্ছে। যেখানে পাঁচ তারকা বা পাক-পাঞ্জাতন নামে একটি টুপি দেখানো হচ্ছে আর বলা হচ্ছে- সমস্ত ইসলামকে টুপির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সাথে অন্যান্য ফযীলতের কথা বলা হচ্ছে। বিষয়টি কুরআন সুন্নাহর আলোকে জানতে চাই।

উত্তরপাক-পাঞ্জাতন একটি ফারসী শব্দ। যার অর্থ পাঁচজন পবিত্র ব্যক্তি। এ শব্দটি ভ্রান্ত দল শিয়াদের আবিস্কৃত শব্দ। কুরআন হাদীছে এমন শব্দের কোনো অস্তিত্ব নেই। বর্তমানে মাজারপূজারী ভণ্ডরা একটি টুপি আবিস্কার করেছে। যার নাম দিয়েছে পাঁচ-তারকা টুপি। যে টুপির একপ্রান্তে একটি চাঁদ আছে আর চাঁদের সম্মুখে চারটি তারকা রয়েছে। তারা বুঝাতে চায়ছে যে, চাঁদটি হলো নবী, আর তারকাগুলো পর্যায়ক্রমে আলী, ফাতেমা, হাসান, হুসাইন রযিয়াল্লাহু আনহুম। তারা বিভিন্ন বক্তব্যে এই টুপি কেনার জন্য মানুষকে উদবুদ্ধ করছে। এমন কোনো টুপির নকশা রাসূল, ছাহাবী, তাবেঈ থেকে পূর্বের কোনো বিদ্বান থেকে পাওয়া যায় না। বরং এটি নিছক নবউদ্ভাবিত একটি বিষয়। যার মাধ্যমে সুকৌশলে মানুষের মাঝে ভ্রান্ত শিয়া আক্বীদার প্রচার-প্রসার করা হচ্ছে। মানুষকে ঈমান হারা করা হচ্ছে। সুতরাং এমন টুপি ক্রয়-বিক্রয় করা থেকে বেঁচে থাকা একান্ত জরুরী।

প্রশ্নকারী : মো. নোমান

রাজশাহী।

 

Magazine