কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : নেসাব পূর্ণ হওয়ার পর বছরের মাঝে যে টাকা আয় হয়েছে সেগুলোর হিসাব ও যাকাতের হিসাব কিভাবে করব?

উত্তর : যাকাতের হিসাব করার ক্ষেত্রে দুইটি বিষয় জেনে রাখা জরুরী। আর তা হলো- (১) সম্পদ নেসাব পরিমান হওয়া (২) সম্পদের উপর পূর্ণ এক বছর অতিবাহিত হওয়া। বিধায় যখন সম্পদ নেসাব পরিমান হবে এবং তার উপর পূর্ণ এক বছর অতিবাহিত হবে তখন যাকাত আদায় করতে হবে। আর এ কথাও জেনে রাখা জরুরী যে, নেসাব পূর্ণ হওয়ার পর বছরের মাঝে বা শেষের দিকে অথবা শুরুর দিকে যা কিছুই  অর্জিত হোক না কেন তার যাকাত আদায় করতে হবে। এ মমে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার কাছে দুইশত দিরহাম থাকবে এবং তার উপর পূর্ণ এক বছর অতিবাহিত হবে এমন অবস্থায় তুমি তাতে পাঁচ দিরহাম যাকাত আদায় করবে। আর যদি তোমার কাছে বিশ দিনার থাকে এবং তার উপর পূর্ণ এক বছর অতিবাহিত হয় তাহলে তাতে অর্ধ দিনার যাকাত আদায় করবে (আবূ দাউদ, হা/১৫৭৩)।

প্রশ্নকারী : উবায়দুল্লাহ

খুলনা।


Magazine